Interview Experience – Tanvir Hasan

Tanvir Hasan B5 Interview Experience (1)

Tanvir Hasan

Software Quality Assurance Engineer – Riseup Labs
Full Stack SDET Batch 5

We are thrilled to present Tanvir Hasan to share his inspiring journey with all of us. A proud graduate of our Full Stack SDET Batch 5. Tanvir’s dedication and talent have truly set him apart. His story is a testament to hard work and perseverance, and We are excited for you to hear about his experiences and achievements. Let’s start!

আমি তানভীর হাসান। Road to SDET এর Full Stack SDET Batch 5 এ এনরোল করেছিলাম।
কোর্স শেষ করার কয়েক মাসের মধ্যেই  Shadin Labs এ Jr. SQA Engineer হিসেবে ক্যারিয়ার শুরু করি। বর্তমানে Riseup Labs সফটওয়ার কোম্পানিতে অল্প কিছুদিন হল জয়েন করেছি। আমার সামগ্রিক ইন্টারভিউ জার্নিটা কেমন ছিল , সেই অভিজ্ঞতাই শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে।

আমাদের ব্যাচের শুরু থেকেই সাপোর্ট সংক্রান্ত যাবতীয় ডিসকাশন হতো ডিসকর্ড সার্ভারে। সেখানে Job Circular নামে সেখানে সেপারেট একটা চ্যানেল আছে, যেখানে ইন্টার্নাল সব জবের রেফারেন্স দিয়ে রেজ্যুমি পাঠানোর প্রসেসিং চলে।
জবের roles-responsibilities and Experience যাদের সাথে ম্যাচ করতো অলমোস্ট প্রত্যেকেই তাদের রেজ্যুমি Road to SDET এর কাছে সাবমিট করতো। সালমান ভাই, জামিল ভাই সহ অন্যান্য সাপোর্ট মেম্বার রা Resume review করে মক ইন্টারভিউ নিয়ে স্যাটিসফাই ফিল করলে রেফারেন্স সহকারে সেই most eligible ক্যান্ডিডেটদের রেজ্যুমিগুলো রিয়েল ইন্টারভিউয়ের জন্য কোম্পানিগুলোতে ফরওয়ার্ড করে দিতেন।

যেরকমটা আমার ক্ষেত্রেও ঘটেছিলো। প্রথম জবের ক্ষেত্রে ইন্টার্নাল রেফারেন্সের মাধ্যমে আমি Shadhin Labs এ Jr SQA Engineer হিসেবে জয়েন করি। সেখানে ১ বছর কাজ করার পরে আমাদের Job Circular channel এ Riseup Labs এর একটা circular দেখি। এরপর আমি সেখানে Apply করি এবং রেফারেন্স দেয়ার জন্য Salman ভাই কে রিকুয়েস্ট করি। এরপর ৬ জুন, ২০২৪ তারিখে আমাকে ইনিশিয়াল ইন্টারভিউ এর জন্য ডাকা হয়।

মজার ব্যাপার হচ্ছে, সেখানে কোনো ধরনের Mcq বা Written টাইপ কিছুই ছিলো না। সরাসরি আমাকে ভাইবা এর জন্য ডাকা হয়।

ইনিশিয়াল ইন্টারভিউতে টোটাল ৫ জন ইন্টারভিউয়ার উপস্থিত ছিলেন ( একজন HR এবং বাকিরা টেকনিক্যাল টিম)। ইন্টারভিউ পুরোটাই ইংরেজিতেই হয়েছিলো৷
এছাড়া সচরাচর ইনিশিয়ালি যেসব প্রশ্ন করা হয় নিজের সম্পর্কে বলুন, কি করছেন এখন, কোথাও কাজ করছেন কি না, কি ধরনের রোলে কাজ করছেন -এসব বেসিক প্রশ্নের পরই টেকনিক্যাল পার্টে প্রবেশ করে। যেখানে প্রায় সবগুলো প্রশ্নই ছিলো Manual Testing, Automation Testing এবং Programming Language Java এর Object Oriented Programming (OOPs) কনসেপ্ট সম্পর্কে।
আমি প্রথমে যতটা না ঘাবড়ে গিয়েছিলাম, প্রশ্নগুলো শুনে মনে হচ্ছিলো আরেহ্! এগুলো তো সহজ প্রশ্ন!ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের ব্যাচে এর চাইতেও ক্রিটিক্যাল ওয়েতে আমাদের ট্রেইন করানো হয়েছিলো এবং মক ইন্টারভিউ নেওয়া হয়েছিল। আসলে যখন কোর্সের প্রজেক্টগুলো হাতে-কলমে করতে হতো, ডেডলাইনের মধ্যে সাবমিট করার প্যারা থাকতো, আটকে যেতাম,তখন বারবার করে করতে যেয়ে রিলেভেন্ট অনেক প্রবলেমের সল্যুশন হয়ে যেতো। আর এক্ষেত্রে সবচেয়ে বেশি সাপোর্ট পেয়েছি Road to SDET থেকে।

খুব ভালোভাবেই ইনশিয়াল ইন্টারভিউয়ের পর্যায় শেষ হয়। প্রতিটা প্রশ্ন ডিটেলড ভাবে উত্তর করার চেষ্টা করি। ফেস এক্সপ্রেশনে মনে হচ্ছিলো স্যাটিসফাইড উনারা।
ইন্টারভিউ শেষ হয়। Politely বিদায় নিয়ে বের হয়ে আসি।

অপেক্ষার প্রহর শেষ হচ্ছিলো না, মনে হচ্ছিলো পজিটিভ কিছু হবে। কিন্তু একটা অজানা ভয় কাজ করছিলো।
এর মধ্যে একদিন হঠাৎ Riseup Labs এর HR ডিপার্টমেন্ট থেকে কল আসে, জানানো হয় ইনিশিয়াল ইন্টারভিউতে কোয়ালিফাই করেছি এবং সেকেন্ড ইন্টারভিউয়ের জন্য আমাকে যেতে হবে ১১ জুন, ২০২৪ তারিখে।
সেকেন্ড ইন্টারভিউ মূলত CEO interview ছিলো।
যথারীতি ১১ জুন নির্ধারিত সময় আমি CEO Interview এর জন্য উপস্থিত হই।
CEO স্যার আমার সম্পর্কে বিস্তারিত প্রশ্ন করলেন। এটা এক ধরনের ফ্রেন্ডলি ডিসকাশন বলা যেতে পারে। আমি প্রতিটা প্রশ্ন খুবই স্বাভাবিক স্বরে কনফিডেন্টলি উত্তর করেছি। স্যার বেশ ফ্রেন্ডলি ছিলেন, তাই কোনো কনফিউশান বা ভয়ের রিজন ছিলো না। কোনো ধরনের টেকনিক্যাল প্রশ্নও সেখানে ছিলো না। CEO Interview শেষ হলো।

আমাকে বলা হলো যে জানানো হবে পরবর্তীতে।

দ্বিতীয় ধাপের পর একদিন, দুইদিন, তিনদিন করে পুরো ১৫ টা দিন কেটে গেলো।
কোনো রেসপন্স নাই৷ এদিকে আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম। কি হয়, কি হয়।
কিন্তু আশা ছিলো যে, যেহেতু ইন্টারভিউ ভালো হয়েছে, হয়তো পজিটিভ কিছু হতে পারে।

অবশেষে CEO interview (দ্বিতীয় ধাপ) এর পর ১৬ তম দিনে অর্থাৎ ২৬ জুন, ২০২৪ তারিখে Risup Labs থেকে আমাকে অফার লেটার পাঠানো হয়।
এতো বেশি এক্সাইটমেন্ট কাজ করছিলো কনফার্মেশন মেইলটা পেয়ে – যা বলে বোঝানোর মতো না। এতোদিনের পরিশ্রম, সাধনা আর চেষ্টার আলটিমেট আউটপুট আমার সামনে।

আজকের এই পুরো প্রসেসটার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তা আমার ডেডিকেশন, হার্ডওয়ার্ক, সিনসিয়ারিটি আর Road to SDET এর Continuous সাপোর্ট।

Road to Sdet এর ফুল স্ট্যাক ব্যাচ ৫-এ জয়েন করার শুরু থেকেই প্রতিটা টপিক ইন ডিটেইল পড়ানো+বুঝানো হয়েছিলো; এবং টপিকগুলো শেষ হওয়ার পরপরই অ্যাসাইনমেন্ট করতে দেয়া হয়েছিলো। তাছাড়াও থাকতো কুইজ। তাই প্রতিটা টপিক কয়েকবার করে রিভাইস দেয়া হয়ে যায়। এবং to be frank এগুলো থেকেই পরবর্তীতে আমার Riseup Labs এর ইন্টারভিউতে প্রতিটা প্রশ্ন করা হয়। যেগুলো আমি অলরেডি ব্যাচে কমপ্লিট করেই এসেছি।তাই আমি খুব সহজেই প্রতিটা প্রশ্নের উত্তর ডিটেইলড ভাবে করতে পারি।

ব্যাচ চলাকালীন সময়ে অনেকেই অনেক ধরনের প্রবলেম ফেস করতেন, যেগুলো Problem solving Session গুলোতে সলভ করা হয়েছিলো।

এছাড়াও প্রতিটা Evaluation Test এ টপ স্কোরার ৫ কে স্পেশাল রিওয়ার্ড দেয়া হয়, যেগুলো ব্যাচের মধ্যে বেশ প্রতিযোগিতাপূর্ণ সিচুয়েশন ক্রিয়েট করে।

মোট কথা পুরো ৩ টা মাস যদি ডেডিকেটেড ভাবে নিজের সময়, কঠোর প্রচেষ্টা আর সদিচ্ছা ইনভেস্ট করা যায় তো আপনি গেইনার৷
আমার ক্ষেত্রে ব্যাপারগুলো কাজ করেছিলো। তাই আমি মেনশন করতে পারছি। আমি যতদূর জানি ১১ টা ব্যাচে টোটাল ৫০০ জনের মতো স্টুডেন্ট কোর্স কমপ্লিট করেছেন, যাদের মধ্যে অলরেডি ৩০০+ স্টুডেন্ট প্লেসড হয়েছেন দেশ-বিদেশের ১০০ এর বেশি সফটওয়্যার কোম্পানিতে।
তাদের কোর্স কারিকুলাম, মেন্টরিং, ইন্সট্যান্ট সাপোর্ট, প্রতিযোগিতাপূর্ণ লার্নিং এনভায়রনমেন্ট – আপনাকে ৩ টা মাস পড়াশোনার উপরে রাখবে। এ যেন এক ম্যারাথন রেস। তবে সেটা ধরে রাখতে পারলে আপনি আর দশ-জনের চাইতে বহুগুণ সামনে এগিয়ে যাবেন।

এক কথায় ক্যারিয়ার ডেভেলপমেন্টে Road to SDET এর ফুল স্ট্যাক SDET প্রোগ্রাম আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।

about author

Rakibul Hasan

rakibulhasanshuvo89@gmail.com

Content Writer - Road to SDET

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *